ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শান্তিগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩

সুনামগঞ্চ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫  
শান্তিগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩

দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাঘেরকোনা গ্রামের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে দুর্ঘটনার শিকার হন তারা।

মারা যাওয়ারা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা আখি চৌধুরী (৪২), তার মেয়ে প্রথমা চোধুরী (১৫) এবং শহরের নবীনগর এলাকার সজল ঘোষ (৫০)। 

আরো পড়ুন:

পুলিশ সূত্রে জানায়, আজ সকালে সুনামগঞ্জ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা সিলেটের দিকে যাচ্ছিল। শান্তিগঞ্জ উপজেলার বাঘেরকোনা গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয় ট্রাক। ঘটনাস্থলেই মারা যান আখি চৌধুরী ও সজল ঘোষ।

গুরুতর অবস্থায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রথমা চৌধুরীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ বলেন, ‍“সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন মারা গেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।” 

ঢাকা/মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়