ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জে গাড়িচাপায় মাদরাসা শিক্ষকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৪ ডিসেম্বর ২০২৫  
কিশোরগঞ্জে গাড়িচাপায় মাদরাসা শিক্ষকের মৃত্যু

মওলানা সামছুল হক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাইভেট কারের চাপায় এক মাদরাসা শিক্ষক মারা গেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জাপুর–থানারঘাট সড়কের মজিতপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

মারা যাওয়া মওলানা সামছুল হক (৫৯) পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের টাঙ্গী বাড়ির বাসিন্দা। তিনি মজিতপুর বালিকা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন।

আরো পড়ুন:

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, সকালে থানারঘাট থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন সামছুল হক। মজিতপুর আশ্রমসংলগ্ন কুয়েতী মসজিদের সামনে পেছন দিক থেকে একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে। গাড়ির চালককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রুমন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়