চায়ের দোকানে ঢুকে পড়ল মাইক্রোবাস, আহত ৫
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে বসে থাকা লোকদের ধাক্কা দিয়ে খাদে গিয়ে পড়ে
ঝালকাঠির নলছিটি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস চায়ের দোকানে বসে থাকা লোকদের ধাক্কা দিয়ে খাদে পড়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর তিন জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
গুরুতর আহতরা হলেন- ভরতকাঠি এলাকার মজিদ হাওলাদার (৬০), মনির হাওলাদার (৪৫) ও হারুন ( ৬০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি দোকানে বসে কিছুলোক চা পান করছিলেন। এসময় বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে সেখানে উপস্থিত লোকদের ধাক্কা দিয়ে পাশের খাদে গিয়ে পড়ে। ফলে দোকানে থাকা লোকজন গুরুতর আহত হন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা/অলোক/মাসুদ