ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ১৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:১৩, ১৫ নভেম্বর ২০২৫
নেত্রকোণায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- কালিয়ান গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে শাহাদাত ওরফে চাঁদ (৭) ও শিবপুর গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে তাসফিয়া আক্তার (৭)।

আরো পড়ুন:

স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘‘ফেরদৌস মিয়ার ভাই ও গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাই বাড়িতে ভিড় করেন স্বজনেরা। এমন শোক ভারাক্রান্ত অবস্থার মধ্যে শনিবার বেলা সোয়া ১১টার দিকে তিন শিশু বাড়ির পাশের পুকুরে যায়। একপর্যায়ে শাহাদাৎ ও তাসফিয়া পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা অপর শিশু দ্রুত বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।’’

ঢাকা/ইবাদ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়