বাসচাপায় যুবক নিহত, আরেক বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলের মধুপুরে বিনিময় পরিবহনের একটি বাসচাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোলাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে বিনিময় পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেন তারা। এতে, সাময়িক সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, ‘‘ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাসচাপায় এক মোটরসাইকেল নিহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করেন। পরে বিনিময় পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেন তারা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’’
ঢাকা/কাওছার/রাজীব