ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ১৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:৩২, ১৩ ডিসেম্বর ২০২৫
নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

পুড়ে যাওয়া বাস

নোয়াখালীর সোনাপুর পৌর বাস টার্মিনালে দাঁড় থাকা একটি বাসের কিছু অংশ আগুনে পুড়েছে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার সোনাপুর পৌর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরের বেশ কিছু আসন পুড়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোনাপুর বাস টার্মিনালে সুবর্ণ সুপার দ্রুতযান সার্ভিস পরিবহনের একটি বাস দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় চালক ও চালকের সহকারী রাতের খাবার খেতে যায়। হঠাৎ স্থানীয়রা বাসে আগুন জ্বলতে দেখে। পরে তারা পানি দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে বাসে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “বাসের ভিতরে আগুনে ৪-৫টি আসন পুড়ে গেছে। বাসের চালকের সহকারী বাসের ভিতরে ঘুমানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে বাইরে খাবার খেতে যায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই সময় মশার কয়েল থেকে বাসে আগুন লেগে যায়।”

ঢাকা/সুজন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়