ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বর ভাড়া করছেন লাটভিয়ার নারীরা

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ১২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:২৮, ১২ ডিসেম্বর ২০২৫
বর ভাড়া করছেন লাটভিয়ার নারীরা

ছবি: প্রতীকী

দেশটির নাম লাটভিয়া। ইউরোপের একটি দেশ। যে দেশের জনসংখ্যা খুবই কম, আর সেই জনসংখ্যার মধ্যে আবার পুরুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কম। যার ফলে সেখানকার জীবন যাপন অনেকটা জনপ্রিয় সিনেমার গল্পের মতো। 

‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, লাটভিয়ায় পুরুষদের তুলনায় ১৫.৫ শতাংশ বেশি নারী রয়েছেন। যা ইউরোপীয় দেশগুলির গড় ব্যবধানের প্রায় তিন গুণ বেশি। অনেক লাটভীয় নারী একা একা বসবাস করেন।  তাই ব্যবহারিক সাহায্যের প্রয়োজন থেকেই ‘হাজব্যান্ড ফর হায়ার’ সেবা হয়ে উঠেছে নির্ভরতার নতুন উৎস। দেশটির বিভিন্ন শহরে ‘হাজব্যান্ড সার্ভিস’ নামে একাধিক প্রতিষ্ঠানও আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত। 

এই পরিস্থিতিতে ‘ভাড়াটে স্বামী’ ছাড়া উপায় দেখছেন না দেশটির নারীরা।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়