ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান চালক গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১২ ডিসেম্বর ২০২৫  
২০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান চালক গ্রেপ্তার

২০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান চালক মো. ইউছুফকে গ্রেপ্তার করা হয়েছে।

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান চালক মো. ইউছুফকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। ইউছুফ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লডাইরচর গ্রামের মৃত আব্দুর রশিদ ব্যাপারির ছেলে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।

ওসি আবু তাহের দেওয়ান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার অলিপুর ক্যাম্পের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট চলাকালে হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি কাভার্ড ভ্যানে করে সিলেট তামাবিল থেকে অবৈধ মাদক আসছে। 

সেই সংবাদের ভিত্তিতে ঢাকাগামী (ঢাকা মেট্রো-ন-২৩-১৭৪৫) কাভার্ড ভ্যানে তল্লাশি চালালে ২০ কেজি গাঁজা পাওয়া যায়। সেসময় গাঁজা, কাভার্ড ভ্যান ও আলামত জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় চালক মো. ইউছুফকে। এ ব্যাপারে মামলা হয়েছে।

ঢাকা/মামুন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়