ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদির ওপর গুলি বর্ষণকারীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ১৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:১৪, ১৩ ডিসেম্বর ২০২৫
হাদির ওপর গুলি বর্ষণকারীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তি ও ডিএমপির বিজ্ঞপ্তি।

ইনকিলাব মঞ্চ ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ডিএমপি গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, শনাক্তকৃত ব্যক্তির সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সন্ধানদাতার নাম-পরিচয়ও গোপন রাখা হবে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে হাদি লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত ওই এলাকা থেকে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা/এমআর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়