ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেপিএমে চার দিন বাদে ফের ‌‘ব্যালটের কাগজ’ ছাপা শুরু

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:৩৫, ১৩ ডিসেম্বর ২০২৫
কেপিএমে চার দিন বাদে ফের ‌‘ব্যালটের কাগজ’ ছাপা শুরু

শনিবার দুপুর থেকে কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেডে কাগজ উৎপাদন শুরু হয়েছে, যেখানে ছাপা হচ্ছে ব্যালটের কাগজও। ছবি: রাইজিংবিডি।

পানির অভাবে চার দিন বন্ধ থাকার পর কর্ণফুলী পেপার মিলে আবার কাগজ উৎপাদন শুরু হয়েছে, সেই সঙ্গে শুরু হয়েছে নির্বাচনি ব্যালটের কাগজ ছাপাও।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে মিলে কাগজ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্।

তিনি বলেন, কর্ণফুলী নদীতে পলি জমে নাব্য সংকটের কারণে গত মঙ্গলবার থেকে চার দিন পেপার মিলের উৎপাদন বন্ধ ছিল। সমস্যা সমাধানের জন্য পাম্পের স্থানে পলি পরিষ্কার করে পানির লেভেল বাড়ানো হয়েছে। এতে শনিবার দুপুর থেকে মিলে ফের উৎপাদন শুরু হয়েছে। 

পেপার মিলে নিয়মিত কাগজ উৎপাদনের পাশাপাশি আগামী সংসদ নির্বাচনের জন্য ব্যালট ছাপাতে নির্বাচন কমিশন থেকে ৯১৪ মেট্রিকটন কাগজ সরবরাহের অর্ডার ছিল বলে জানান শহীদ উল্লাহ্। 

তিনি বলেন, ইতোমধ্যে ৫৩৭ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হলেও বাকি ৩৮৭ মেট্রিক টন আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরবরাহের সময়সীমা রয়েছে। উৎপাদন ফের চালু হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাগজ সরবরাহ করতে কোনো সমস্যা হবে না।

ঢাকা/শংকর/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়