ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিএসইর এজিএমে ৩.৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ১৩ ডিসেম্বর ২০২৫  
সিএসইর এজিএমে ৩.৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায় ৩ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই বার্ষিক সাধারণ সভায় সিএসইর পরিচালকদের মধ্যে ড. মাহমুদ হাসান, নাজনীন সুলতানা, এফসিএ, মেজর (অবঃ) এমদাদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং কোম্পানি সেক্রেটারি, রাজীব সাহা, এফসিএস, উপস্থিত ছিলেন।

সিএসইর একজন শেয়ারহোল্ডার ডিরেক্টর পদের জন্য অন্য কোনো প্রার্থী না থাকায় সিএসইর নির্বাচন কমিটি গত ২৭ নভেম্বর লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ার হোল্ডার পরিচালক হিসেবে ঘোষণা করেন।

ঢাকা/এনটি/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়