ভারতে পালানোর সময় কেরাণীগঞ্জের মৎস্যজীবী লীগ নেতা আটক
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কেরাণীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন চৌধুরী
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন চৌধুরীকে (৫৫) আটক করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ‘অপারেশন ডেভিল হান্ট-২’-এর আওতায় লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার ভুল্লারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শাহিন চৌধুরী কেরাণীগঞ্জ মডেল থানার কালিন্দি ইউনিয়নের হিন্দু চড়াইল এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
পুলিশ সূত্র জানায়, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই শাহিন চৌধুরী আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, তিনি কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভুল্লারহাট দিয়ে দালালের মাধ্যমে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। ডিবির একটি টিম ওই এলাকায় বিশেষ নজরদারি ও তল্লাশি শুরু করে। পালানোর প্রস্তুতিকালে শাহিন চৌধুরীকে আটক করা হয়।
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ জানান, “সীমান্ত দিয়ে অপরাধীদের পলায়ন রোধে ‘অপারেশন ডেভিল হান্ট-২’ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ও সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।”
ঢাকা/সিপন/মাসুদ