ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২৬ জুলাই ২০২২  
রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। 

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৯টায় ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১ টা থেকে ১২টা দ্বিতীয় শিফট, দুপুর ১টা থেকে ২টা তৃতীয় শিফট এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে এক হাজার ৯০২ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৭ হাজার ২৩৭ শিক্ষার্থী। এই ইউনিটে  প্রতি আসনে বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ৩২ জন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া সোমবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আজ (মঙ্গলবার) ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। আশা করি, পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।

সোমবার অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭. ৪৫ শতাংশ। পরীক্ষায় ৭২ হাজার ৪১০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬৩ হাজার ৩২১ জন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৮৯ জন ভর্তিচ্ছু।

সাইফুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়