কোটা সংস্কার আন্দোলন
মুখে কালো কাপড় বেঁধে বাকৃবি শিক্ষকদের প্রতিবাদ
বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

সারাদেশে ছাত্র নির্যাতন এবং হত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকরা।
নিজেদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিবেকবান সাধারণ শিক্ষক উল্লেখ করে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কৃষি অনুষদের করিডোর থেকে তারা মৌন মিছিল শুরু করেন।
মিছিলটি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘বিজয় একাত্তর’ ভাস্কর্য চত্ত্বরে গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এতে বাকৃবির বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষকরা বলেন, ছাত্ররা আমাদের আন্দোলনে সহযোগিতা করেছিল। কিন্তু আমরা তাদের সহযোগিতা করতে পারিনি। এজন্য আমরা দুঃখিত। আমরা সাধারণ শিক্ষকরা ক্লাস শুরু হওয়ার পরে যাতে আবার শিরদাঁড়া শক্ত করে দাঁড়াতে পারি, সেজন্য আজ আমরা দাঁড়িয়েছি। সবাই শিরদাঁড়া সোজা করেন। বুলেট চলবেই, তার মধ্যে লড়াই থাকবেই। মনে রাখবেন ৩০ লক্ষ শহিদদের বিনিময়ে আমরা আজ বেঁচে আছি।
/লিখন/মেহেদী/
- ২ মাস আগে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়
- ৬ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৭ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৯ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৯ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৯ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ১০ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ১০ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ১০ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ১০ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ১০ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ১০ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ১০ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ১০ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ১০ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫