ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোটা সংস্কার আন্দোলন

মুখে কালো কাপড় বেঁধে বাকৃবি শিক্ষকদের প্রতিবাদ

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১৮ জুলাই ২০২৪   আপডেট: ১৩:৩৩, ১৮ জুলাই ২০২৪
মুখে কালো কাপড় বেঁধে বাকৃবি শিক্ষকদের প্রতিবাদ

সারাদেশে ছাত্র নির্যাতন এবং হত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকরা।

নিজেদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিবেকবান সাধারণ শিক্ষক উল্লেখ করে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কৃষি অনুষদের করিডোর থেকে তারা মৌন মিছিল শুরু করেন।

মিছিলটি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘বিজয় একাত্তর’ ভাস্কর্য চত্ত্বরে গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এতে বাকৃবির বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

এ সময় শিক্ষকরা বলেন, ছাত্ররা আমাদের আন্দোলনে সহযোগিতা করেছিল। কিন্তু আমরা তাদের সহযোগিতা করতে পারিনি। এজন্য আমরা দুঃখিত। আমরা সাধারণ শিক্ষকরা ক্লাস শুরু হওয়ার পরে যাতে আবার শিরদাঁড়া শক্ত করে দাঁড়াতে পারি, সেজন্য আজ আমরা দাঁড়িয়েছি। সবাই শিরদাঁড়া সোজা করেন। বুলেট চলবেই, তার মধ্যে লড়াই থাকবেই। মনে রাখবেন ৩০ লক্ষ শহিদদের বিনিময়ে আমরা আজ বেঁচে আছি।

/লিখন/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়