ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোটা সংস্কার আন্দোলন

ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ৬ আগস্ট ২০২৪  
ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত

কারাগার থেকে মুক্তি পাওয়া এক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়েছে

ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিভিন্ন থানায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার ৬৫ জনকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ফরিদপুরের সদর, ভাঙ্গা ও সদরপুর আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা বন্দিদের জামিনের আদেশ দেন। পরে দুপুরে কারাগার থেকে মুক্তি পান তারা।

আসামি পক্ষের আইনজীবী এ. আর. লিটন জানান, ফরিদপুরের তিনটি থানায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার হওয়া সবাই জামিনে মুক্ত হয়েছেন। শুধু ভাঙ্গা থানায় মিসকেস হওয়া কয়েকজনের জামিন শুনানি পরবর্তী শুনানির জন্য নির্ধারন করেছেন আদালত।

আরো পড়ুন:

ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু বলেন, আজ আমাদের জাতির আনন্দের দিন। আজ আদালত আমাদের আন্দোলনে আটক ৬৫ জনকে মুক্তি দিয়েছেন।

সদরপুর আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌর চন্দ্র সাহা, ফরিদপুর সদর আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং ভাঙ্গা আদালতের বিচারক মো. নাছিম গ্রেপ্তারকৃতদের জামিন আদেশ দেন।

তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়