অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের
হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সব অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড, শিক্ষার্থীদের উপর হামলা, নাশকতা-ধ্বংসযজ্ঞ ও অগ্নি সন্ত্রাসের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকরা।
রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে প্রগতিশীল শিক্ষক ফোরাম ও গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।
শিক্ষক সংগঠন দুটির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এসএম হারুন-উর-রশিদ, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার প্রমুখ।
এসময় শিক্ষকরা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, তা অত্যন্ত উদ্বেগের। এতগুলো শিক্ষার্থী নিহতের ঘটনায় আমরা অত্যান্ত মর্মাহত। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ও সঠিক বিচার চাই। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, প্রধানমন্ত্রী আপনাদের সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন। আপনারা আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাধানে আসুন। আসলে আলোচানার মাধ্যমেই সুষ্ঠু সমাধান সম্ভব। সহিংসতার মাধ্যমে ভালো কিছু বয়ে আনা সম্ভব না। কোনো পক্ষ থেকেই সহিংসতা কাম্য নয়।
/সংগ্রাম/মেহেদী/
- ০ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ০ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ১ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ১ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ১ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ১ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ১ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ১ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ১ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ১ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ১ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ১ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ১ মাস আগে রংপুরে পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, নিহত ২
- ১ মাস আগে বগুড়ায় আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষে নিহত ৩
- ১ মাস আগে পটিয়ায় পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, আহত ২০