ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গায়েবানা জানাজা পড়াতে অস্বীকৃতি কুবির কেন্দ্রীয় মসজিদের ইমামের

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ২১:০৭, ১৭ জুলাই ২০২৪
গায়েবানা জানাজা পড়াতে অস্বীকৃতি কুবির কেন্দ্রীয় মসজিদের ইমামের

সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে ছয়জন আন্দোলনকারীর গায়েবানা জানাজার নামাজ পড়াতে অস্বীকৃতি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. খলিলুর রহমান। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের মাঠে আয়োজিত জানাজার নামাজ পড়াতে অস্বীকৃতি জানান ওই ইমাম।

পরে সাড়ে ৫টায় দিকে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী সাইদুর রহমানের ইমামতিতে গায়েবানা নামাজ অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে কেন্দ্রীয় মসজিদের ইমাম খলিলুর রহমান বলেন, ‘জানাজার ব্যাপারে আমাকে আগে থেকে অবগত করা হয়নি। আছরের নামাজের পর জানানো হয়। আমি নিজের ইচ্ছা থেকে কয়েকবার আপনাদের জন্য দোয়া করেছি, সামনেও করবো ইনশাআল্লাহ।’

/এমদাদুল/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়