ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

‘জাপানে ক্যারিয়ার গঠনে কর্মদক্ষতা’ নিয়ে ঢাবিতে সেমিনার

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২৯ নভেম্বর ২০২৩  
‘জাপানে ক্যারিয়ার গঠনে কর্মদক্ষতা’ নিয়ে ঢাবিতে সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘জাপানে ক্যারিয়ার গঠনে কর্মদক্ষতা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট এবং জাপান-বাংলাদেশ এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড (জেবিইএসডি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মঙ্গলবার (২৮ নভেম্বর) এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন 
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল 

তিনি বলেন, ‘জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। শিক্ষার্থীদের ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে ঢাবির বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজনে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে।’

জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘অ্যাকাডেমিক সহযোগিতার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী আরও বেশি কর্মদক্ষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।’

সেমিনারে সভাপতির দায়িত্ব পালন করেন জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলম। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাক শিবলী নোমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের মিনোরি গ্রুপের পরিচালক মিয়া রহমান। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের আস্ক পাবলিশিংয়ের ম্যানেজার ইউচিরো সুকাদা, জাপানি ভাষা বিশেষজ্ঞ মারি মাওয়াকোবু। সম্মানিত অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোয়েব-উর-রহমান উপস্থিত ছিলেন।

সেমিনারে জাপানভিত্তিক ৩০টি কোম্পানির প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ঢাকা/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়