বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষক সমিতির নব-গঠিত কমিটি ফুল দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন কমিটি এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান এবং সাধারণ সম্পাদক কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. সাদেকুর রহমান।
এছাড়া সহ-সভাপতি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. ইমরান পারভেজ, কোষাধ্যক্ষ সমাজবিজ্ঞান বিভাগের মো. হাসান জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবায়েত আল ফেরদৌস নোমান নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, 'নিজেদের মধ্যে বিভেদ ভুলে বিভিন্ন মতাদর্শের শিক্ষকগন একসঙ্গে বসে একটি শিক্ষক সমিতি গঠন করার মাধ্যমে এটাই প্রমাণ হয় যে, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের মধ্যে একটি আন্তরিক পরিবেশ সৃষ্টি করতে পেরেছেন।’
/সংগ্রাম/মেহেদী/