ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ইবিতে ‘বিশ্ব স্কাউট দিবস’ উদযাপন 

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২৪  
ইবিতে ‘বিশ্ব স্কাউট দিবস’ উদযাপন 

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাউয়েলের জন্মদিন, বিশ্ব স্কাউট দিবস এবং ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন রোভার ও গার্ল ইন এর সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন ইবি রোভার স্কাউট গ্রুপের লিডার অধ্যাপক ড. মো. কামরুল হাসান, ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাশেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম রাসেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কুলসুম আক্তার, ছাত্রী বিষয়ক সম্পাদক রত্না রাণী কুণ্ডু প্রমুখ।

এদিন কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে অবস্থানরত সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ নিয়ে হাজির হন তারা। এছাড়া সড়ক ও মহাসড়কে চলমান যানবাহনগুলোতে তারা নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। এরপর ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।

এ বিষয়ে রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, এমন ব্যতিক্রমধর্মী আয়োজনে শামিল হতে পেরে বেশ খুশি লাগছে। ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ সর্বদা এমন সেবামূলক  মহান কাজের মাধ্যমে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে বলে আশা রাখি।

/ইদুল/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়