ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

কুবির তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২৫ এপ্রিল ২০২৪   আপডেট: ১৪:৫৯, ২৫ এপ্রিল ২০২৪
কুবির তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

২৪ ঘণ্টার মধ্যে সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ওই তিন দপ্তর তালাবন্ধ করে দেয় সংগঠনটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকীর দপ্তরে তালা লাগানো আছে। দপ্তর থেকে খোঁজ নিয়ে জানা গেছে, এসব দপ্তরের কর্তারা সকাল থেকেই সেখানে আসেননি।

এ বিষয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের বলেন, 'আমরা আল্টিমেটাম দিয়েছিলাম। সে সময় শেষ হয়েছে। নির্দিষ্ট সময়ে দাবি বাস্তবায়নের কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তিন দপ্তরে তালা দিয়েছি।'

আরও পড়ুন : দাবি আদায়ে কুবি উপাচার্যসহ ৩ ব্যক্তিকে অবাঞ্ছিত ঘোষণার আল্টিমেটাম

/এমদাদুল/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়