ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

জবির আইন বিভাগে তৃতীয় হলেন সেই অবন্তিকা

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ১৯ মে ২০২৪   আপডেট: ২০:২৬, ১৯ মে ২০২৪
জবির আইন বিভাগে তৃতীয় হলেন সেই অবন্তিকা

সম্প্রতি শিক্ষক-সহপাঠীর বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ দিয়ে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা স্নাতকের (সম্মান) ফলাফলে সিজিপিএ ৪.০০ এ ৩.৬৫ পেয়েছেন। এতে তিনি ওই ব্যাচে মেধা তালিকায় তৃতীয় স্থান লাভ করেন।

রোববার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অষ্টম সেমিস্টারের প্রকাশিত ফল থেকে এ তথ্য জানা যায়।  

প্রকাশিত ফলাফলে দেখা যায়, অষ্টম সেমিস্টারে ৩.৭৩ পেয়েছেন অবন্তিকা। এর মধ্যে স্পেশাল পেনাল ল’ কোর্সে তিনি পেয়েছেন ৩.৭৫, ল অব ক্রিমিনাল প্রোসিডিউরে পেয়েছেন ৩.৫০, কনভিয়েন্সিং, ড্রাফটিং অ্যান্ড ট্রায়াল অ্যাডভোকেসি ট্রেনিংয়ে ৩.৫০, লিগ্যাল রিসার্চ অ্যান্ড রাইটিং কোর্সে ৩.৭৫, লিবারেশন মুভমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কোর্সে ৪.০০ ও মৌখিক পরীক্ষায় জিপিএ ৪.০০ পেয়েছেন তিনি।

আরও পড়ুন: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা

বিভাগের অষ্টম সেমিস্টারের পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, ‘সব সময়ই দেখেছি অবন্তিকাকে ভালো রেজাল্ট করতে। অবন্তিকা বরাবরই ভালো ছাত্রী ছিল। এবারও পরীক্ষায় সে ভালো ফল অর্জন করেছে।’ 

এর আগে, গত ১৬ মার্চ শিক্ষক-সহপাঠীকে দায়ী করে আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী অবন্তিকা আত্মহত্যা করেন। পরদিন গত ১৭ মার্চ জবির আন্দোলনরত শিক্ষার্থীদের আলটিমেটামের ৬ ঘণ্টার মধ্যেই আত্মহত্যার প্ররোচণার অভিযোগে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানকে আটক করেছিল পুলিশ। গত ৮ মে হাইকোর্ট শিক্ষক দ্বীন ইসলামকে জামিনে মুক্তি দেন।

/লিমন/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়