ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৮ দফা দাবিতে ধর্মঘটে পাবনা টেক্সটাইলের শিক্ষার্থীরা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২০ জুলাই ২০২৫  
৮ দফা দাবিতে ধর্মঘটে পাবনা টেক্সটাইলের শিক্ষার্থীরা

ভবনে তালা দিয়ে অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষার্থীরা

আট দফা দাবিতে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থীরা। 

রবিবার (২০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে এই কর্মসূচি পালন করেন তারা।

আরো পড়ুন:

এ সময় দাবিগুলো তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, ১৬তম ও ১৭তম ব্যাচের অকৃতকার্য বিষয়ের নাম ও গ্রেড অফিসিয়ালভাবে জানাতে হবে, এছাড়া ইয়ারড্রপের কারণও বিস্তারিত জানাতে হবে; সেমিস্টারের রেজাল্ট সর্বোচ্চ ৩ মাসের মধ্যে গ্রেডসহ প্রকাশ করতে হবে; লেভেল-২, টার্ম-২ এর ফলাফল গ্রেডশিটসহ পুনরায় প্রকাশ করতে হবে; প্রতিটি সেমিস্টার ৬ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে; সাপ্লিমেন্টারি ব্যবস্থা চালু করে ফি কম রাখতে হবে; সংশোধিত বা নতুন নিয়মাবলি দ্রুত শিক্ষার্থীদের জানানো হবে; শিক্ষক সংকট দূর করে মানসম্পন্ন শিক্ষক দিয়ে ক্লাস নিতে হবে।  এসব দাবিগুলো না মানা হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, কলেজের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, নাইম ইসলাম, অনিক প্রমুখ।

এদিকে, দাবি আদায়ে কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ বর্জন কর্মসূচি চলবে বলে জানা গেছে।

দাবির বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. বখতিয়ার হোসেন বলেন, “এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। যেসব যৌক্তিক দাবি রয়েছে, তা অবশ্যই মেনে নেওয়া হবে।” এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা/শাহীন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়