ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে বাজে ওয়াহাব!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ৪ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে বাজে ওয়াহাব!

৮.৪ ওভার বল করে চোট নিয়ে মাঠ ছাড়েন ওয়াহাব রিয়াজ

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির চতুর্থ ম্যাচে পাকিস্তানের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন ভারতের ব্যাটসম্যানরা। ঝড়টা সবচেয়ে বেশি গেছে ওয়াহাব রিয়াজের ওপর দিয়ে। তাতে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সবচেয়ে বাজে বোলিংয়ের বিব্রতকর রেকর্ড সঙ্গী হয়েছে বাঁহাতি পেসারের।

এজবাস্টনে রোববার ৮.৪ ওভারে ৮৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ওয়াহাব। চ্যাম্পিয়নস ট্রফিতে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এটি।

ওয়াহাব ‘মুক্তি’ দিয়েছেন তিনাশে পানিয়াঙ্গারাকে। ২০০৪ চ্যাম্পিয়নস ট্রফিতে এই এজবাস্টনেই ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৮৬ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন জিম্বাবুইয়ান পেসার।

ওয়ানডেতে এই নিয়ে চারবার ইনিংসে ৮০ বা এর বেশি রান দিলেন ওয়াহাব। যেটি দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৭ বার শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার।



রাইজিংবিডি/ঢাকা/৪ জুন ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়