ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরমাল ডেলিভারিতে ৪ সন্তানের মা হলেন গৃহবধূ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০২৩  
নরমাল ডেলিভারিতে ৪ সন্তানের মা হলেন গৃহবধূ

চাঁদপুরে নরমাল ডেলিভারিতে এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন নিপা সরকার নামের এক গৃহবধূ। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে শহরের একটি বেসরকারি ক্লিনিকে সন্তানদের জন্ম দেন তিনি। মা ও সন্তানরা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক ।

গৃহবধূ নিপা সরকার স্থানীয় ব্যবসায়ী লিটন সরকারের স্ত্রী। 

আরো পড়ুন:

হাসপাতাল সূত্র জানায়, আজ সকালে প্রসব বেদনা নিয়ে শহরের প্রিমিয়ার হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে ভর্তি হন নিপা সরকার। পরে শারীরিক পরীক্ষা শেষে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে নিপা সরকার নরমাল ডেলিভারিতে একে একে চার সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে একটি ছেলে ও বাকিরা মেয়ে।

নবজাতকদের বাবা লিটন সরকার বলেন, ঈশ্বর আমাদের চারটি সন্তান দিয়েছেন। সবাই সুস্থ আছে। শিশুদের পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। আমার সন্তানরা যাতে সুস্থ থাকে সেজন্য সবার কাছে আশির্বাদ চাচ্ছি।

প্রিমিয়ার হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের চিকিৎসক মিঠুন চক্রবর্তী বলেন, মা ও সন্তানরা সুস্থ আছেন। তারা যাতে সুস্থ থাকেন সেদিকে খেয়াল রেখেই চিকিৎসা সেবা অব্যাহত রেখেছি।

অমরেশ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়