ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

উস্কানি দেওয়ার অভিযোগ ইশরাকের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪২, ১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উস্কানি দেওয়ার অভিযোগ ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতারা উস্কানি দিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি করছেন।

শনিবার সকালে গোপীবাগের আর কে মিশন রোডে শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ভাই ইশফাক হোসেন।

ইশরাক হোসেন বলেন, ‘আওয়ামী লীগের এক নেতা বলেছেন ভোট কেন্দ্র দখল করার কথা। তার আরও সংযত ভাষায় কথা বলা দরকার ছিল বলে আমি মনে করি। কারণ এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা সংঘাতের আশঙ্কা বাড়াতে পারে।’

তিনি বলেন, ‘বংশালে ৩৪ নম্বর ওয়ার্ডের এক ঘটনা ঘটেছিল। সেখানে আমাদের কাউন্সিলের প্রার্থী ইছাক সরকার। ওখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেছিল এবং কোনো-না-কোনোভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছিল। সেখানে আমাদের একজন কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেয়। পরে এলাকাবাসী এটা জানতে পেরে সেখানে প্রতিরোধ গড়ে তোলে এবং আওয়ামী লীগের দুর্বৃত্তদের সেখান থেকে বিতাড়িত করে। এটাকে আমি বলব, জনগণের একটা বিজয় হয়েছে। এভাবে আমরা বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোট কেন্দ্রে পাহারা দিতে পারি।’

আমরা গতরাতে কিছু অভিযোগ পেয়েছিলাম যে, ‘বিভিন্ন কেন্দ্রে সিসিটিভি কানেকশন কেটে দেওয়া হচ্ছে। সেগুলোর কিছু ভিডিও ফুটেজ আমরা মিডিয়াকর্মীদের কাছে শেয়ার করেছি।

সকাল থেকে এ পর্যন্ত আমরা জানতে পেরেছি কয়েকটি কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেটার ব্যবস্থা অবশ্যই নিবো, ম্যাজিস্ট্রেটদেরকে আমরা অবহিত করেছি। আমার ভোট দান সম্পন্ন হয়েছে আমি এখন কেন্দ্রে কেন্দ্রে ঘুরবো।’

তিনি আরো বলেন, ‘গতরাত থেকে আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়ে পেয়েছিলাম। আপনারা জানেন যে আমাদের মনিটরিং সেল গঠন করা হয়েছে। আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের মনিটরিংসেলগুলোতে সারাদিন যে কেউ অভিযোগ দিতে পারবে ‘


ঢাকা/সাওন/নূর/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়