দুলামিয়া কটনের এজিএম স্থগিত
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
তথ্যমত, গত ২৯ সেপ্টেম্বর ডিএসইর মাধ্যমে দুলামিয়া কটন কর্তৃপক্ষ ৩ ডিসেম্বর এজিএম করার কথা জানিয়েছিল। তবে বুধবার তা স্থগিত করার কথা জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এজিএম আয়োজন কবে করা হবে, সে তারিখ পরবর্তীতে জানিয়ে দেবে দুলামিয়া কটন কর্তৃপক্ষ।
ঢাকা/এনটি/রাসেল