ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৭ থেকে ১১ ডিসেম্বর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
শনিবার (১৩ ডিসেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭ কোটি ১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.০৭ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৭ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা ডমিনেজ স্টীলের ১৩ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৪ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্স পিপির ১২ কোটি ১ লাখ টাকা, ফাইন ফুডসের ১১ কোটি ১৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১০ কোটি ৭২ লাখ টাকা, বিডি থাই ফুডের ১০ কোটি ১৪ লাখ টাকা, এসিএমই পেস্টিসাইডসের ৯ কোটি ৪৫ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের ৭ কোটি ৭৫ লাখ টাকা এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৭ কোটি ৩৬ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এনটি/এস