ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে সুন্নতে খতনার ভিডিও করায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ১৩ ডিসেম্বর ২০২৫  
গোপালগঞ্জে সুন্নতে খতনার ভিডিও করায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

গোপালগঞ্জে মুকসুদপুরে সুন্নতে খতনা অনুষ্ঠানের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামবাসীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার রাতে ধোপাকান্দি গ্রামের ইনান শেখের বাড়িতে তার ছেলে আবুল আসাদ শেখের সুন্নতে খতনার অনুষ্ঠানের দৃশ্য পার্শ্ববর্তী খানজাপুর গ্রামের পলাশ মোল্যার ছেলে নাজিম মোল্যা মোবাইল ফোনে ভিডিও করেন। এ নিয়ে ইনান শেখের বাড়ির লোকজনের সঙ্গে নাজিম মোল্যার কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জের ধরে পরদিন সকালে ইনান শেখের বাড়ির লোকজন উজানী বাজারে গেলে খানজাপুর গ্রামের লোকজনের সঙ্গে পুনরায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধোপাকান্দি ও খানজাপুর গ্রামবাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। 

সংঘর্ষে মারাত্মক আহত হয়েছেন, ধোপাকান্দি গ্রামের লিটন শেখ (৩০), হিরন শেখ (২৮), আবুল হাসান শেখ (৫০), মিজানুর শেখ (৫৫), খাঞ্জাপুর গ্রামের সাইফুল মোল্লা (৪৪) ও মাহাবুব মোল্লা (১৭)। বতর্মানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মুকসুদপুর থানা পুলিশ।

ঢাকা/বাদল//

সর্বশেষ

পাঠকপ্রিয়