ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবিতে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮১ শতাংশ

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ১৩ ডিসেম্বর ২০২৫  
জবিতে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮১ শতাংশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে মোট পরীক্ষার্থীর প্রায় ৮১ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্ধারিত কেন্দ্রগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬০টি আসনের বিপরীতে এ বছর আবেদন করেন ১ হাজার ২৫১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৮ জন। ফলে উপস্থিতির হার দাঁড়ায় ৮০ দশমিক ৫৮ শতাংশ।

আরো পড়ুন:

ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি বিভিন্ন কেন্দ্র ঘুরে পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা–অসুবিধার খোঁজ নেন।

এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান।

এ ছাড়া শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, হেল্প ডেস্কের কার্যক্রম তত্ত্বাবধান করেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন। ভর্তি পরীক্ষা উপলক্ষে শাখা ছাত্রদলের পক্ষ থেকে ক্যাম্পাসে একটি তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়। হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইল ফোনসহ প্রয়োজনীয় সামগ্রী টোকেন নম্বরের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি পরীক্ষার কেন্দ্র শনাক্তকরণ, চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহে সহায়তা, দেরিতে পৌঁছানো পরীক্ষার্থীদের বাইকযোগে কেন্দ্রে পৌঁছে দেওয়া, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ এবং অভিভাবকদের বসার সুব্যবস্থা রাখা হয়।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদ চৌধুরী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে। সেই ধারাবাহিকতায় চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা উপলক্ষে এই হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।”

ঢাকা/লিমন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়