RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৭ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১৩ ১৪২৭ ||  ১২ জমাদিউস সানি ১৪৪২

ছাব্বিশেই না ফেরার দেশে নওয়াজের বোন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৬, ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাব্বিশেই না ফেরার দেশে নওয়াজের বোন

বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বোন সায়মা তামশি সিদ্দিকী মারা গেছেন। তার বয়স হয়েছিল ২৬।

হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত আট বছর ধরে ক্যানসারে ভুগছিলেন সায়মা। গতকাল শনিবার পুনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে নওয়াজউদ্দিন। এই কারণে বোনের মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি। খবর পেয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে বোনের ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়টি জানান নওয়াজউদ্দিন। তিনি লেখেন, মাত্র ১৮ বছর বয়সেই আমার বোনের স্তন ক্যানসার ধরা পড়ে এবং তা চূড়ান্ত পর্যায়ে। শুধুমাত্র প্রবল ইচ্ছাশক্তি ও সাহসের জোরে সে সবকিছুর সঙ্গে লড়াই করছে। তার বয়স ২৫ পূর্ণ হলো এবং এখনো সে লড়াই করে যাচ্ছে।


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়