ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বাউলা অন্তর’ নিয়ে আসছেন শেখ মহসিন

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ২৩ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাউলা অন্তর’ নিয়ে আসছেন শেখ মহসিন

বিনোদন প্রতিবেদক : সংগীতশিল্পী শেখ মহসিন শ্রোতাপ্রিয় শিল্পীদের তালিকায় স্থান করে নিয়েছেন। বর্তমান প্রজন্মের কাছে ‘ময়না’ শিরোনামের গানের মাধ্যমে পরিচিতি লাভ করেন তিনি। এবার ‘বাউলা অন্তর’ শিরোনামের একটি গান নিয়ে হাজির হচ্ছেন মহসিন। গানটি প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশনে (ডিএমএস)।

ডিএমএস, তাদের ফোক গানের ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজে প্রকাশ করবে গানটি। এ গানটির কথা ও সুর করেছেন শেখ মহসিন নিজেই আর সংগীতায়োজন করেছেন সচি সামস। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্মাণ করেছেন সৈকত নাসির। মানিকগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে এর চিত্রায়ন হয়েছে। ভিডিওতে মডেল হয়েছেন হামজা। তার সঙ্গে জুটি বেধেঁছেন মডেল আদিবা ইভা। থাকছে শেখ মহসিনের উপস্থিতিও।

এ প্রসঙ্গে শেখ মহসিন বলেন, ‘মানিকগঞ্জের চমৎকার কিছু লোকেশনে দুই দিন খুব যত্নসহকারে ডায়নামিক ডিরেক্টর সৈকত নাসির ভাই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন। হৃদয় ছোঁয়া গান ও যুগান্তকারী দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও ‘বাউলা অন্তর’।  আশা করছি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

গানটির ভিডিও নিয়ে সৈকত নাসির বলেন, ‘‘মহসিনের কণ্ঠ এক কথায় অসাধারণ। গানটির সুর ভালো হয়েছে। গান এখন শোনার পাশাপাশি দেখার বিষয়টাও গুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখে গানটির গল্প নির্ভর একটি ভিডিও শ্রোতারা দেখতে পারবেন। আমার কাছে মনে হয় দর্শক- শ্রোতারা হতাশ হবেন না। আগামী ২৪ সেপ্টেম্বর ধ্রুব মিউজিক স্টেশনে (ডিএমএস) এর ফোক গানের ইউটিউব চ্যানেল ধ্রুব মিউজিক কটেজ-এ অবমুক্ত করা হবে ‘বাউলা অন্তর’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাবেন ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।’’



রাইজিংবিডি/ঢাকা/২৩ সেপ্টেম্বর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়