ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

অস্কারের জন্য লড়বে যে ৮ সিনেমা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৯, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ০৮:১৫, ২৬ এপ্রিল ২০২১
অস্কারের জন্য লড়বে যে ৮ সিনেমা

কয়েক ঘণ্টা পরেই বসবে ৯৩তম অস্কার আসর। বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় শুরু হবে বিশ্বের অন্যতম সম্মানজনক এই অ্যাওয়ার্ড। চলুন জেনে নিই এবারের অস্কারের জন্য লড়ছে কোন সিনেমাগুলো।

নোম্যাডল্যান্ড
‘নোম্যাডল্যান্ড’ চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা। ফার্ন নামের এক নারীর গল্প নিয়ে সিনেমাটি। স্বামীর মৃত্যুর পর মার্কিন মুলুক চষে বেড়ান। জীবিকার তাগিদে বেছে নেন নানা পেশা। ইতোমধ্যে বাফটায় পুরস্কার জিতেছে এটি। গোল্ডেন গ্লোবও ঝুলিতে রয়েছে। ক্লো জাও পরিচালিত সিনেমাটি অস্কারের শিরোপার দৌড়েও এগিয়ে থাকছে। এছাড়া সেরা পরিচালকের মনোনয়নেও আছেন ক্লো জাও।

সাউন্ড অব মেটাল
এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রিজ আহমেদ। রুবেন নামের একজন মেটাল ড্রামারের ভূমিকায় দেখা গেছে তাকে। আচমকাই তার শ্রবণশক্তি ক্রমশ হারিয়ে ফেলতে শুরু করে। চিকিৎসক জানান, উচ্চ ডেসিবেলের কোনো শব্দের কাছাকাছি এলে চিরতরে হারিয়ে যাবে শ্রবণ শক্তি। কিন্তু তা উপেক্ষা করে রুবেন চালিয়ে যেতে থাকে তার কাজ। একসময় বধির হয়ে যান তিনি। এভাবেই চলে গল্প। এবারের আসরে ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। এছাড়া বাফটা অ্যাওয়ার্ডে সেরা এডিটিং ও সেরা শব্দ প্রক্ষেপণ বিভাগে মনোনীত হয়েছে সিনেমাটি।

মিনারি 
পারিবারিক নানা বিষয় নিয়ে নির্মিত সিনেমা ‘মিনারি’। সিনেমাটি পরিচালনা করেছেন লি ইসাক চুং। সমালোচকদের প্রশংসা কুড়ানো ‘মিনারি’ ৯৩তম অস্কার আসরে ছয়টি মনোনয়ন পেয়েছে। সেরা সিনেমার লড়াইয়ে অন্যতম এটি। 

ম্যাঙ্ক 
বাবা জ্যাক ফিঞ্চার সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। ছেলে ডেভিড ফিঞ্চার সেটি নিয়ে সিনেমা নির্মাণ করলেন। জার্মান চিত্রনাট্যকার হারমান ম্যানকিউশের জীবন নিয়ে সিনেমাটি। এবারের আসরে দশটি শাখায় মনোনয়ন জিতেছে ‘ম্যাঙ্ক’।

জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিহা 
সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা এটি। শিকাগোর ব্ল্যাক প্যান্থার পার্টির জনক, মার্ক্সসিস্ট-লেনিনিস্ট ফ্রেড হ্যাম্পটনকে নিয়ে এই সিনেমা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল কালুয়া। অস্কারের এবারের আসরে পাঁচটি বিভাগে সেরা হওয়ার দৌড়ে আছে সিনেমাটি।

দ্য ফাদার 
ডিমেনশিয়া আক্রান্ত এক বাবার গল্প ‘দ্য ফাদার’। বাবার চরিত্রে অ্যান্টনি হপকিন্স। এবারের আসরে ছয়টি মনোনয়ন জেতা সিনেমাটি পরিচালনা করেছেন ফ্লোরিয়ান জেলার। একজন ডিমেনশিয়া আক্রান্ত রোগীর চোখে পৃথিবী কেমন তা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

প্রমিসিং ইয়ং ওম্যান 
সিনেমাটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তবে সব বিতর্কের মাঝেই সেরার দৌড়ে সিনেমাটি। অস্কারের পাঁচ বিভাগে মনোনয়ন পেয়েছে এটি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন ক্যারে মুলিগান। ইতোমধ্যে ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডে দুই বিভাগে পুরস্কার জিতেছে এটি।

দ্য ট্রায়াল অব শিকাগো সেভেন
ঐতিহাসিক-ড্রামা ঘরানার সিনেমাটি এটি। পরিচালনায় রয়েছেন অ্যারন সরকিন। ৯৩তম অস্কারে ছয়টি মনোনয়ন জেতা সিনেমাটি সেরা সিনেমা হতে পারবে কিনা সেটিই এখন দেখার বিষয়।

ঢাকা/মারুফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়