ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

পরীমনির সদস্যপদ স্থগিত সমর্থন করি না: জ্যোতিকা জ্যোতি

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ১২ আগস্ট ২০২১   আপডেট: ২০:২৭, ১২ আগস্ট ২০২১
পরীমনির সদস্যপদ স্থগিত সমর্থন করি না: জ্যোতিকা জ্যোতি

পরীমনি গ্রেপ্তারের পর তাকে নিয়ে সর্বপ্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে আলোচিত হন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

পরীমনিকাণ্ডের পর অনেকে পরীমনিকে ‘ক্লাসলেস মেয়ে’ বলেছেন। তাই যদি হয়, তাহলে এ জন্য পরীমনি একা দায়ী নন- এটাই ছিল জ্যোতির স্ট্যাটাসের মূল উপজীব্য।

বিষয়টি ব্যাখ্যা করে জ্যোতি রাইজিংবিডিকে বলেন, ‘কোনো মানুষ সমাজে বাস করে নীতিবিরোধী কাজ করলে তাকে আইনের আওতায় আসতেই হবে। সেই ব্যক্তি হতে পারেন শিল্পী, সাধারণ মানুষ কিংবা যে কোনো পেশার। আমি যা খুশি তাই বলতে পারি, এটা আমার অধিকার— এটা বললে হবে না। একটি রাষ্ট্রে বাস করলে আইন মানতে হবে। পরীমনির বিষয়টি নিয়ে তদন্ত করছে প্রশাসন। আইন অনুযায়ী যা হওয়ার তাই হবে। তবে একজন নারী হিসেবে অবশ্যই আমি পরীমনির পক্ষে। পরীমনি তো একদিনে তৈরি হয়নি। একটি সোসাইটি তাকে তৈরি করেছে। আমি সেই সোসাইটির বিপক্ষে।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পরীমনির সদস্যপদ সাময়িক স্থগিত করেছে। এ প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতি একটি বড় সংগঠন। সংগঠনের  একজন সদস্য কোনো অপরাধ করলো আর সঙ্গে সঙ্গে তার সদস্যপদ স্থগিত করে দিলো— এটা আমি সমর্থন করি না। কমিটি নিশ্চয়ই কিছু একটা দেখতে পেয়েছে, যে কারণে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমরা তো সব কিছু জানি না। তবে এত দ্রুত কোনো জাজমেন্টে না গিয়ে সময় নিয়ে দেখা উচিত ছিল।’

প্রত্যেক ঘটনার পেছনে আরো বড় কোনো কারণ থাকতে পারে। এ জন্য সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখানো ঠিক নয় বলে মনে করেন এই অভিনেত্রী।

পরীমনির সঠিক চিকিৎসা বা কাউন্সেলিং প্রয়োজন উল্লেখ করে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘আমার মনে হয়, পরীমনিকে সমর্থন করে মিডিয়া থেকে প্রথম স্ট্যাটাস আমি দিয়েছিলাম। কিন্তু মিডিয়ার কয়েকজন নারী বলেছেন, আমি নাকি পরীমনিকে নিয়ে নেতিবাচক বক্তব্য দিয়েছি। এসব ঘটনা নিয়ে আমি খুবই বিরক্ত! আমার মনে হয়, বেশির ভাগ মানুষ সোশ্যাল মিডিয়া কীভাবে  ব্যবহার করতে হয় জানে না। তারা ভাবে, যে কোনো মানুষকে যা খুশি বলে দেয়া যায়! এমন ভেবে যারা কাজটি করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। না হলে এসব বন্ধ হবে না।’

ঢাকা/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়