ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ৩০ এপ্রিল ২০২৪  
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু

জিয়াউল হক

ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, প্রবীণ সাংবাদিক জিয়াউল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৯ এপ্রিল) বিকেল সোয়া ৫টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। 

আরো পড়ুন:

জিয়াউল হক দীর্ঘদিন স্পোর্টস সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক ইত্তেফাকে সিনিয়র সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। কাজ করেছেন দৈনিক পূর্বদেশসহ আরও বেশ কয়েকটি দৈনিকে। নেতৃত্ব দিয়েছেন জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে। তিনি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি ছিলেন।

গতকাল বাদ এশা মিরপুর সাংবাদিক আবাসিক এলাকায় মসজিদুল ফারুকে জানাজা শেষে কালশী কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাংবাদিক জিয়াউল হকের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়