Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৫ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৯ ১৪২৮ ||  ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

আইসিইউতে অরুণা, শুটিং বাতিল করে দেশে ফিরলেন অক্ষয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ৬ সেপ্টেম্বর ২০২১  
আইসিইউতে অরুণা, শুটিং বাতিল করে দেশে ফিরলেন অক্ষয়

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়াকে। তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। এ খবর জানার পর শুটিং বাতিল করে লন্ডন থেকে ভারতে ফিরেছেন অক্ষয় কুমার। ভারতীয় সংবাদমাধ‌্যম বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইড ডটকম এ খবর প্রকাশ করেছে।

অক্ষয় কুমার তার পরবর্তী সিনেমা ‘সিনড্রেলা’-এর শুটিং নিয়ে লন্ডনে ব‌্যস্ত ছিলেন। সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে মুম্বাই পৌছান তিনি। এ বিষয়ে একটি সূত্র সংবাদমাধ‌্যমটিকে বলেন—‘গত কয়েক দিন ধরেই অক্ষয় কুমারের মায়ের শারীরিক অবস্থা ভালো নেই। তাকে মুম্বাইয়ের হিরানন্দানি হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। অক্ষয় ব‌্যক্তিগত জীবনে খুবই মা ভক্ত, তাই মায়ের অসুস্থতার খবর জানার পর দ্রুত দেশে ফিরেন।’

ভাসু ভাগনানি প্রযোজিত এ সিনেমার শুটিং বেশ কিছু দিন ধরে লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে। অক্ষয় দেশে ফিরলেও শুটিং বন্ধ করতে নিষেধ করেছেন এই অভিনেতা। তা জানিয়ে সূত্রটি আরো বলেন, ‘দেশে ফেরার আগে প্রযোজককে অক্ষয় বলেছেন, তার দৃশ‌্য ছাড়া অন‌্য দৃশ‌্যগুলোর শুটিং চালিয়ে যেতে। অক্ষয় কাজের প্রতি বরাবরই প্রতিশ্রুতিশীল। ব‌্যক্তিগত সমস‌্যা থাকলেও কাজ চালিয়ে যেতে হবে এমনটাই বিশ্বাস করেন তিনি।’

অরুণা ভাটিয়া কিছুটিা সুস্থ হলেই অক্ষয় লন্ডনে ফিরে যাবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়