ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

চরিত্রটির জন্য ১০ কেজি ওজন কমিয়েছি: সজল

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ৪ জানুয়ারি ২০২২   আপডেট: ০৭:৩৪, ৫ জানুয়ারি ২০২২
চরিত্রটির জন্য ১০ কেজি ওজন কমিয়েছি: সজল

সরকারি অনুদানে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’। প্রয়াত অভিনেতা ড. ইনামুল হকের গল্প ভাবনায় এর সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হৃদি হক। চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

সম্প্রতি চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ শেষ করেছেন সজল। বর্তমানে ডাবিংয়ের কাজ চলছে। শুটিংয়ের নানা অভিজ্ঞতা নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন সজল। নিজের চরিত্রের বিষয়ে এ অভিনেতা বলেন—‘এ চলচ্চিত্রের সময়কাল ১৯৭১। একটি পরিবারের গল্প এটি। এই পরিবারের ছোট ছেলের চরিত্রে অভিনয় করেছি। এ ছেলেটি ভীষণ ডানপিটে স্বভাবের; যা খুশি তাই করে বসে। কিছু মানুষই থাকে যারা জয় করার জন্যই বাঁচে। পরাজয়ের জন্য নয়। এমন একটি চরিত্রে অভিনয় করেছি।’

চরিত্রটির জন্য অনেক দিন নিজেকে প্রস্তুত করেছেন সজল। শুধু তাই নয়, ওজন কমাতে হয়েছে তাকে। তা উল্লেখ করে সজল বলেন, ‘চরিত্রটির জন্য নানারকম প্রস্তুতি নিতে হয়েছে। তার মধ্যে অন্যতম হলো—আমাকে ১০ কেজি ওজন কমাতে হয়েছে। শুটিং শুরুর বেশ আগে থেকে এই প্রস্তুতি শুরু করেছিলঅম। ওজনটা কমাতে গিয়ে খবর হয়ে গিয়েছিল! চরিত্রটির লুক, আচার-আচরণ সবই আলাদা। সেসবও আয়ত্ত্ব করতে হয়েছে। হৃদি হক ও রনি দুজনেই ভীষণ রকম সহযোগিতা করেছে। সম্পূর্ণ টিম প্রচন্ড সহযোগিতাপরায়ণ ছিল। কাজটি সবার জন্য ভীষণ কঠিন ছিল। কিন্তু দারুণ একটি টিম ওয়ার্ক হয়েছে। এই সিনেমায় দর্শক অন্য এক সজলকে দেখতে পাবেন।’

না ঘুমিয়ে টানা শুটিং করেছেন সজল। সেই অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘ঠাকুরগাঁওতে শুটিং করছিলাম। শুটিং করতে করতে রাত ৩-৪টা বেজে যায়। কিন্তু দৃশ্য শেষ হয় না। ওই সময়ে হোটেলে গিয়ে গোসলটা সেরে আবার শুটে অংশ নিই। এভাবে দিনের পর দিন, রাতের পর রাত কাজ করেছি। সবাই এতটাই আন্তরিক ছিলেন যে, এই কষ্টটা কারো গায়ে লাগে নি। জোর গলায় বলতে পারি, যেকোনো বয়সের দর্শকদের কাছে এটি ভালো লাগবে। মুক্তিযুদ্ধের গল্পটিকেই হৃদি হক অন্যরকমভাবে নির্মাণ করেছেন।’

চলচ্চিত্রটির গল্পে নয় মাসের জার্নি দেখানো হয়েছে। প্রত্যেক মাসের উপর নির্ভর করে শুটিং করেছেন নির্মাতা। সে অর্থে পুরো বছর ব্যাপী শুটিং হয়েছে। সজলের ভাষায়—‘২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত শুটিং করেছি।’ সৈয়দপুর, ঠাকুরগাঁও, সিলেট, মানিকগঞ্জ, গাজীপুর, পুরান ঢাকা, নরসিংদী, সাভারসহ বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হয়েছে।     

এ চলচ্চিত্রে সজলের বিপরীতে অভিনয় করেছেন সানজিদা প্রীতি। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুনুর রশীদ, আতাউর রহমান, গ্রীতশ্রী দত্ত, শিল্পী সরকার অপু, লিটু আনাম, হৃদি হক, ফেরদৌস, তারিন জাহান, সাজু খাদেম, আনিসুর রহমান মিলন, নাজিয়া হক অর্ষা, মৌসুমী হামিদ, ফারহানা হামিদ, জুয়েল জহুর, আইরিন পারভীন লোপা, শেলী আহসান, জয়িতা মহলানবিশ প্রমুখ।

চলচ্চিত্রটির সংগীতায়োজন করেছেন দেবজ্যোতি মিশ্র। চিত্রগ্রহণে ছিলেন ফরহাদ হোসেন, সম্পাদনায় কামরুজ্জামান রনি ও শিল্প নির্দেশনায় ছিলেন লিটু আনাম।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়