কোনো ফ্যাসিবাদকে বরদাস্ত করা হবে না: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে ৫ দফা দাবি আদায়ে ৮ দলের মহাসমাবেশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিবাদিরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। কোনো ফ্যাসিবাদকে আর বরদাস্ত করা হবে না। কেউ যদি তাদের মতো আচরণের চেষ্টা করে, কেউ আর বরদাস্ত করবে না।”
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে ৫ দফা দাবি আদায়ে ৮ দলের মহাসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, “আমরা ৮ দলের বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনের মাধ্যমে। গ্রাম থেকে বিজয়ের বাঁশি বাজানো হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।”
সমাবেশে খেলাফতে মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেন, “আমরা বাংলাদেশের মালিকানা কায়েম করতে চাই। বাংলাদেশে কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়ে নিজেদের অধিকার ও মালিকানা কায়েম করতে চাই।”
মামুনুল হক বলেন, “আমরা বাংলাদেশে আমাদের অধিকার চাই, মালিকানা কায়েম করতে চাই। গরিব মেহনতী মানুষকে ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই। ইসলাম যে বৈষম্যহীনের কথা বলা হয়েছে, পুঁজিবাদ অর্থ ব্যবস্থা কবর দিয়ে কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরো বলেন, “আগামীতে বাংলাদেশের সাধারণ মানুষের বিজয়ের মাধ্যমে কোরআনের শাসন শুরু হবে। সোনার বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ-এবার আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই।”
তিনি আগামী গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করার আহ্বান জানান।
চট্টগ্রাম/রেজাউল/সাইফ