ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের গান নিয়ে আসছেন সেই সুমি

প্রকাশিত: ১৫:০২, ৯ এপ্রিল ২০২৩  
ঈদের গান নিয়ে আসছেন সেই সুমি

‘ভাল্লাগে’ ও ‘আইলসা লাগে’ গানের পর এবার শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সুমি শবনম নিয়ে আসছেন নতুন গান। ‘ঈদ মোবারক ঈদ’ শিরোনামের এই গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ।

সম্প্রতি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। গানের ভিডিওতে শিল্পী নিজেরই উপস্থিতি রয়েছে। মাইকেল বাবু ও রতনের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রাজু দেওয়ান। ঈদুল ফিতরে এ এন এন্টারটেইনার মিউজিক চ্যানেলে গানটি মুক্তি পাবে বলে জানা গেছে।

আরো পড়ুন:

নতুন গান প্রসঙ্গে সুমি শবনম বলেন, ‘ঈদ আনন্দে আমার নতুন গানটি বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা করছি। পূর্বের গানের মতো এই গানও সবার পছন্দ হবে।’

নির্মাতা রাজু দেওয়ান বলেন, ‘সেই ছোট্টবেলা থেকেই ঈদ আসলে আমরা আনন্দে ভেসে যেতাম কখন নতুন জামা পরব, ঈদের দিন সকালে কখন মা রুটি, সেমাই বানাবে। আমরা ভাই-বোন সবাই মিলে একসঙ্গে টেবিলে বসে আনন্দের সঙ্গে খেয়ে ঈদের নামাজে নতুন কাপড় পরে যেতাম। নামাজ শেষ করে আসার পর বাবাকে সালাম করে সালামি পাওয়ার জন্যে অপেক্ষায় থাকতাম। আপনজনদের সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে কোলাকুলি করে ঈদের দিন আনন্দে ভেসে যেতাম। সেই ছোট্টবেলার স্মৃতি মনে করে আমরা চেষ্টা করেছি ‘ঈদ মোবারক ঈদ’ এই গান সবার মাঝে ছড়িয়ে দেওয়ার। যদি এই গান সবার ভালো লাগে তাহলে কষ্ট সার্থক হবে।’

মাইকেল বাবু বলেন, ‘ঈদের গান নিয়ে শ্রোতা-দর্শকদের বেশ আগ্রহ রয়েছে। গানে সবাই এখন সুন্দর ভিডিও দেখতে পছন্দ করে। আমি চেষ্টা করেছি দর্শকদের পছন্দ অনুযায়ী নাচনির্ভর একটি গান উপহার দেওয়ার। আশা করছি, সবার ভালো লাগবে।’

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়