ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

আগামীকাল তাদের ‘টিকিট’

প্রকাশিত: ১৭:৫১, ৩১ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৮:৩৮, ৩১ জানুয়ারি ২০২৪
আগামীকাল তাদের ‘টিকিট’

রাতে বাস যাত্রায় টাকার লোভে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে দুই বন্ধু সালেক-আতাবর। লোভের এই চক্রে এক এক করে জড়াতে থাকে বাসের অন্য যাত্রীরাও। শুরু হয় একের পর এক বিশৃঙ্খলা। শেষ পর্যন্ত একটি টিকিট নির্ধারণ করবে কে হবেন বিশৃঙ্খলার বলি আর কে জিতবেন পুরস্কার? এমন দৃ্শ্য দেখা যাবে ‘টিকিট’ সিরিজে।

লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের টান টান উত্তেজনার গল্প নিয়ে ভিকি জাহেদ নির্মাণ করেছেন চরকি অরিজিনাল সিরিজ ‘টিকিট’। সিরিজের চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই, তার সঙ্গে ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। আগামীকাল মুক্তি পাবে এটি।  

৬ পর্বের ক্রাইম-কমেডি ও থ্রিলার জনরার সিরিজ ‘টিকিট’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাফা কবির, মনোজ প্রামাণিক, আবদুল্লাহ আল সেন্টু, মাহমুদ আলম, জয়রাজ, বাদল শহিদ, এ. কে. আজাদ সেতুসহ অনেক।

পরিচালক ভিকি জাহেদের সব কাজেই একটা রহস্য থাকে। ‘টিকিট’ সিরিজেও থাকবে তার ছোঁয়া। সেই সঙ্গে থাকবে কিছু ভিন্ন ও নতুন উপস্থাপন। টিকিট নিয়ে ভিকি বলেন, ‘আমি বেশির ভাগ সময় থ্রিলার জনরা নিয়ে কাজ করেছি। তবে টিকিট আমার জন্য একটা ইউনিক অভিজ্ঞতা। এই সিরিজে ডার্ক কমেডি ও স্যাটায়ারের একটা থ্রি লেভেলের কম্বো করেছি।’

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়