ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

নির্বাচনে টাকা দেওয়ার অভিযোগের বিষয়ে মুখ খুললেন ডিপজল

প্রকাশিত: ১৬:২৭, ১৯ এপ্রিল ২০২৪   আপডেট: ১৬:২৮, ১৯ এপ্রিল ২০২৪
নির্বাচনে টাকা দেওয়ার অভিযোগের বিষয়ে মুখ খুললেন ডিপজল

জয়ের ব্যাপারে আশাবাদী মনোয়ার হোসেন ডিপজল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে শুক্রবার (১৯ এপ্রিল) সকাল থেকে। চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। এর আগে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে। ফলে, নোটিস দিয়ে ব্যাখা চেয়েছে নির্বাচন কমিশন।

ডিপজলের বিরুদ্ধে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন মাহমুদ কলি-নিপুণ আক্তার পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা। তিনি প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর কাছে প্রমাণ হিসেবে পেনড্রাইভে করে একটি ভিডিও সরবরাহ করেছেন।

অভিযোগের বিষয়ে মনোয়ার হোসেন ডিপজল বলেছেন, টাকা আমরা দিছি না উনারা দিছে, ফুটেজ অনেকের কাছে আছে। এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, বানানো। 

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ডিপজল বলেছেন, জয়ের প্রত্যাশা সবাই করেন। 

শুক্রবার সকাল সাড়ে ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে দুটি প্যানেল থেকে ২১টি পদে মোট ৪৮ জন প্রার্থী হয়েছেন। এবার ভোটার আছেন ৫৭০ জন।

রাহাত/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়