ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, সীমান্ত থেকে গ্রেপ্তার অভিনেতা

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ৩ জুন ২০২৪   আপডেট: ০৯:১৯, ৩ জুন ২০২৪
সাবেক প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা, সীমান্ত থেকে গ্রেপ্তার অভিনেতা

অ্যালি শেহর্ন ও নিক পাসকোয়াল

হলিউড অভিনেতা নিক পাসকোয়ালকে মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাবেক প্রেমিকা ও হলিউড মেকআপ আর্টিস্ট অ্যালি শেহর্নকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, লস অ্যাঞ্জেলেস ডিস্ট্রিক্ট অ্যাটর্নির মতে, অভিনেতা নিক নিষেধাজ্ঞা অমান্য করে সাবেক প্রেমিকার বাড়িতে প্রবেশ করেছেন এবং প্রেমিকাকে একাধিকবার ছুরিকাঘাত করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভিনেতা নিককে শনাক্ত করতে পারেনি। তবে অভিযোগ উঠেছে, অভিনেতা নিক ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক পালিয়ে যান এবং পরে টেক্সাসের সিয়েরা ব্লাঙ্কায় একটি চেকপয়েন্টে গ্রেপ্তার হন।

অন্যদিকে, মেকআপ আর্টিস্ট অ্যালি শেহর্নের চিকিৎসা সহায়তায় একটি তহবিল ফান্ড গঠন করা হয়েছে। একটি সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংকটজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি।

উল্লেখ্য, মার্কিন অভিনেতা নিক পাসকোয়ালকে ‘রেবেল মুন-১’, ‘জবস’, ‘হাউ আই মিট ইউর মাদার’ টেলিভিশন সিরিজে দেখা গেছে। এছাড়া তিনি কমেডি পডকাস্ট ‘ন্যাশন্যাল ডে রিফ’ ও ‘এ ডেমন’র ডেসটিনি: দ্য লোন ওয়ারিয়র’ এ অভিনয় করেছেন।

/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়