ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হেলেনা জাহাঙ্গীরের জন্য কোর্টে যাচ্ছেন ওমর সানী?

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ৯ জুলাই ২০২৪   আপডেট: ১৯:১৫, ৯ জুলাই ২০২৪
হেলেনা জাহাঙ্গীরের জন্য কোর্টে যাচ্ছেন ওমর সানী?

নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় সরব তিনি। সম্প্রতি তার একটি পোস্ট ঘিরে ভক্তদের মনে দানা বাঁধে রহস্য।  

সোমবার (৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে সানী লিখেছেন: ‘আজকে আমি কোর্টে যাচ্ছি, তোরে আমি…।’

এমন স্ট্যাটাস দেখে ভক্তরা কৌতূহলী হয়ে ওঠেন। মন্তব্যের ঘরে অনেকেই বিভিন্ন প্রশ্ন করে জানতে চান আসল ঘটনা। আলোচিত-সমালোচিত অভিনেত্রী হেলেনা জাহাঙ্গীর মন্তব্যের ঘরে প্রশ্ন করেন: ‘কি হইছেরে?’ উত্তরে সানী লেখেন: ‘তোর জন্য যাচ্ছি’। 

হেলেনা জাহাঙ্গীরের মতো অনেকের প্রশ্নের উত্তর দিয়েছেন এ অভিনেতা। মো. মুকসাদুল হাসান নামে একজন মন্তব্যের ঘরে লিখেছেন: ‘ডিভোর্স দিয়ে দিলেন নাকি’। সানী এর উত্তরে লিখেছেন: ‘কাকে ভাই তোমার ওয়াইফ’। 

মোহাম্মদ আলাউদ্দিন নামে অপর একজন লিখেছেন: ‘এত রাতে কোর্ট বন্ধ... মাথা ঠান্ডা করুন ভাইজান’। রিপ্লাইয়ে সানী লিখেছেন: ‘বারোটার পর সকালের কথা বলা হয় বুইঝা কথা বলেন বোকা।’

ওমর সানীকে সবশেষ ‘ডেডবডি’ সিনেমায় দেখা গেছে। এটি নির্মাণ করেন মোহাম্মদ ইকবাল। 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়