বিচ্ছেদের জল্পনা: ঋষির স্ত্রী বললেন অত্যন্ত কুরুচিকর-সম্মানহানিকর
ভারতীয় বাংলা টিভি নাটকের অভিনেতা ঋষি কৌশিক। বাংলাদেশেও তার মোটামুটি জনপ্রিয়তা রয়েছে। এ দেশের বেশ কয়েকটি নাটকেও দেখা গেছে তাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সংসার ভাঙার ইঙ্গিত দেন ঋষি। কখনো ছবির ক্যাপশনে, কখনো গল্প বলার ছলে কিংবা ভিডিও বানিয়ে সম্পর্ক ভাঙার আভাস দেন এই অভিনেতা। স্ত্রী দেবযানী চক্রবর্তীর নাম উল্লেখ না করে নানা অভিযোগও করেন।
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া ও টলিপাড়ায় জোর চর্চা চলছে। এতদিন নীরব ছিলেন ঋষির স্ত্রীর দেবযানী। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। কথার শুরুতে দেবযানী বলেন, ‘গত কয়েক দিন ধরে সমাজমাধ্যমে আমার স্বামীর কিছু পোস্ট নিয়ে আমাকে বার বার অবাঞ্ছিত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। পুরো বিষয়টি আমার কাছে অত্যন্ত কুরুচিকর, সম্মানহানিকর এবং আমি খুবই বিব্রত।’
অভিযোগ অস্বীকার করে দেবযানী বলেন, ‘এ বিষয়ে প্রথমেই আমি স্পষ্ট করে দিতে চাই যে, আমার বিরুদ্ধে যা যা অভিযোগ করা হয়েছে তার প্রত্যেকটি সম্পূর্ণ মিথ্যে, অসৎ উদ্দেশ্য প্রণোদিত, অন্যায্য এবং কাল্পনিক। এগুলি করার একমাত্র কারণ আমার সামাজিক সম্মানহানি করা, আমার ক্ষতি করা এবং পোস্টদাতার নিজের নীচ উদ্দেশ্যসাধন করা।’
ব্যক্তিগত জীবন নিয়ে জনগণের মতামত নেওয়ার পক্ষে নন দেবযানী। তা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের আইনের প্রতি আস্থা রাখা কোনো ভদ্র মানুষের যদি আদৌ এ ধরনের কোনো অভিযোগ থাকে, তা হলে সেই সমস্যার সমাধানে কোর্টে যাবেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে জনগণের মতামত নিতে যাবেন না! যা ঘটানো হচ্ছে তা গর্হিত অপরাধ।’
অত্যাচার ও নিষ্ঠুরতার শিকার হয়েছেন দেবযানী। এ অভিযোগ করে তিনি বলেন, ‘আমার উপর দীর্ঘ দিন ধরে যে ধারাবাহিক অত্যাচার আর নিষ্ঠুরতা করে গিয়েছে, তার আরো একটি অধ্যায় এটি। আমার ধৈর্য আর সহনশীলতার অন্যায় সুযোগ নেওয়া হচ্ছে। আমার উপর চাপ সৃষ্টি করে, তার অন্যায় দাবিগুলি যাতে মেনে নিই তার মরিয়া প্রয়াস চলছে।’
আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে দেবযানী বলেন, ‘গোটা বিষয়টি নিয়ে আমি আইনি পরামর্শ নিচ্ছি। এ বিষয়ে বিশদে বলার অবস্থায় আমি নেই। শুধু এটুকু জানাই আমি আমার আইনি পরামর্শদাতাদের সঙ্গে সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং খুব শিগগির প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করতে চলেছি।’
ঢাকা/শান্ত