ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে সোহিনী-সায়ন্তনীর আইনি নোটিশ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ১১:৩৮, ১১ আগস্ট ২০২৪
প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে সোহিনী-সায়ন্তনীর আইনি নোটিশ

প্রাক্তন লিভ-ইন প্রেমিক অভিনেতা রণজয় বিঞ্চুর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী সোহিনী সরকার। অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার সঙ্গেও সম্পর্ক ছিল রণজয়ের। তিনিও এ অভিনেতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, এক সপ্তাহ আগে এই দুই অভিনেত্রীর পাঠানো আইনি নোটিশ পেয়েছেন রণজয়। তারপর থেকে দুই পক্ষের আইনজীবী বিষয়টি দেখছেন। সম্ভবত, এখনো কোনো আদালতে মানহানি মামলা দায়ের হয়নি।

এ বিষয়ে রণজয় ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, ‘আমি এই বিষয় নিয়ে একটি কথাও বলব না।’

এক সময় সোহিনী ও সায়ন্তনীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রণজয় বিঞ্চু। এ সম্পর্ক থেকে বেরিয়ে এসে গায়ক শোভন গাঙ্গুলিকে বিয়ে করেন সোহিনী। এরপর সোহিনী-সায়ন্তনীর ঘনিষ্ঠজনদের কাছে অতীত নিয়ে কুকথা বলেন রণজয়— এমন অভিযোগ দুই অভিনেত্রীর। এসব বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতেও কম চর্চা হয়নি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়