ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুমু তো একা খাওয়া যায় না, কৌশানীর সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে পরমব্রত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ৯ এপ্রিল ২০২৫   আপডেট: ১৩:০৪, ৯ এপ্রিল ২০২৫
চুমু তো একা খাওয়া যায় না, কৌশানীর সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে পরমব্রত

কৌশানী মুখার্জি, পরমব্রত চ্যাটার্জি

ভারতীয় বাংলা সিনেমার গুণী পরিচালক সৃজিত মুখার্জি। ২০১২ সালে তিনি নির্মাণ করেন ‘হেমলক সোসাইটি’। আলোচিত এ সিনেমার আদলে সৃজিত নির্মাণ করছেন ‘কিলবিল সোসাইটি’। পূর্বের মতো সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চ্যাটার্জি। তবে কোয়েল মল্লিকের পরিবর্তে নেওয়া হয়েছে কৌশানী মুখার্জিকে।

‘কিলবিল সোসাইটি’ সিনেমায় পরমব্রত-কৌশানীর চুম্বন দৃশ্য রয়েছে। প্রথমবার সিনেমায় চুম্বন দৃশ্যে অভিনয় করলেন কৌশানী। সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে পরমব্রতকে বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমির সঙ্গে তুলনা করলেন এই অভিনেত্রী। এরপর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। এবার কৌশানীর মন্তব্য নিয়ে নীরবতা ভাঙলেন পরমব্রত।

আরো পড়ুন:

‘বাইশে শ্রাবণ’খ্যাত অভিনেতা পরমব্রত চ্যাটার্জি বলেন, “এটা আর নতুন কী! লোকজন এটা মজা করে বলেন! এতে কোনো সমস্যা নেই। কে কতটা কী করতে পছন্দ করে, তার একটা নিজস্ব সীমারেখা থাকে। প্রত্যেকেরই নিজস্ব পছন্দ থাকে। আমি যখন অভিনেতা তখন চরিত্রের প্রয়োজনে এমন দৃশ্য করতে প্রস্তুত। কারণ চুম্বন ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। তাই অভিনেতা হিসেবে কোনো ছুৎমার্গ থাকা উচিত নয় বলে আমার মনে হয়। তবে এটা আমার ভাবনা, অন্যেরও একই ভাবনা হবে তার মানে নেই। প্রত্যেকের ভাবনাকে আমি সম্মান করি।”

চুমু একা খাওয়া যায় না। কৌশানীর সম্মতিতে চুম্বন দৃশ্যের শুটিং হয়। তা জানিয়ে পরমব্রত চ্যাটার্জি বলেন, “আমাকে অনেক সিনেমায় এমন দৃশ্যে দেখা গিয়েছে। তবে পরিচালক আমাকে জানিয়েছেন, যে আমার বিপরীতে যিনি আছেন তিনিও রাজি। কারণ চুমু তো আর একা খাওয়া যায় না। অপরপক্ষের সম্মতিতেই শুট করেছি। পরিবেশটাও সেভাবে তৈরি করা হয়েছিল।”

পরমব্রত চ্যাটার্জির সঙ্গে চুম্বন দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে কৌশানী বলেছিলেন, “আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হয়নি। সেটে ‘ইন্টিমেসি কোঅর্ডিনেটর’ থাকেন। স্বাচ্ছন্দ হতে অনেকটা সাহায্য করেছেন তিনি। শটের আগে আমি ভীষণ চাপে ছিলাম। সকাল থেকে হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কারো সঙ্গে কথা বলছিলাম না। আমার বিপরীতে পরমদা, পরমব্রত চ্যাটার্জি। পরমদা তো ইমরান হাশমি, দারুণ চুমু খায়। পর্দায় অনেককে চুমু খেয়েছে। তবে সৃজিতদাকে বলে রেখেছিলাম, এটা যেন এক টেকেই হয়ে যায়। এই দৃশ্যের রিটেক করা যাবে না।”

পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন সৃজিত। পরমব্রত-কৌশানী ছাড়াও ‘কিলবিল সোসাইটি’ সিনেমায় অভিনয় করেছেন— বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, সৌমেন চক্রবর্তী প্রমুখ। আগামী ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়