ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপূর্ব-সাবিলার ‘ভুল সবই ভুল’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ১২ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:৩১, ১২ এপ্রিল ২০২৫
অপূর্ব-সাবিলার ‘ভুল সবই ভুল’

গল্পটা এক বিবাহিত দম্পতির। যাদের সংসারে দিনরাত খুনসুটি লেগেই থাকে। বিয়ের বছর না যেতেই স্ত্রী সাবিলা নূর অনেকটা বুঝে ফেলে তার স্বামী অপূর্ব বেগুণের মতো, যার কোনো গুণ নেই! এমনকি বউয়ের জন্মদিনটা পর্যন্ত সে মনে রাখতে পারে না।

দাম্পত্য জীবনের নানাদিকের এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভুল সবই ভুল’। ইমদাদ বাবুর গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম।

কয়েক মাস আগে ‘ভুল সবই ভুল’ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। মাসরিকুল আলম বলেন, “কারো মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাওয়ার মতো উপভোগ্য নাটক। এককথায় ব্যাপক বিনোদন পাবে। এই কাজের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর হিউমার। নাটকে অপূর্ব ভাইয়ের কমেডি টাইমিং ছিল খুব দারুণ হয়েছে। দর্শক দেখলে বুঝবেন।”

অপূর্ব-সাবিলা ছাড়াও এতে অভিনয় করেছেন সুষমা সরকার, শমু চৌধুরী, শামিমা নাজনিন প্রমুখ।

নির্মাতা জানান, অপূর-সাবিলা জুটিকে তার চতুর্থ কাজ এটি। এর আগের কাজগুলো থেকে এটি পুরোপুরি আলাদা। টিভি প্রচার হলে যারা দেখেছেন পছন্দ করেছেন, এবার ইউটিউবে দেখা যাবে।

পয়লা বৈশাখের দিনে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে নাটকটি দেখা যাবে।

ঢাকা/রাহাত/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়