নূরের গাড়িবহরে হামলার প্রধান আসামি খুন
প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নীলফামারীর ম্যাপ
জেলা প্রতিবেদক
নীলফামারী, ১৮ জানুয়ারি : নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও আওয়ামী লীগের চার নেতা-কর্মী হত্যা মামলার প্রধান আসামি গোলাম রব্বানীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে নয়টায় পলাশবাড়ী ইউনিয়নের নীলফামারী-ডোমার সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রব্বানী লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আকতার জানান, স্থানীয়রা সকালে ইউনিয়ন পরিষদসংলগ্ন সড়কের পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর রামগঞ্জে নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালায় বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে নিহত হন টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা লেবু মিয়া, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, তার ছোট ভাই যুবলীগ কর্মী মুরাদ হোসেন ও আবু বক্কর ছিদ্দিক। এ ঘটনায় বিএনপির নেতা গোলাম রব্বানীকে প্রধান আসামি করে মামলা করে পুলিশ।
রাইজিংবিডি / প্রতিবেদক / দিলারা / আবু
রাইজিংবিডি.কম