ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাঘায় পোস্ট অফিসে আগুন

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ২২ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাঘায় পোস্ট অফিসে আগুন

রাজশাহী জেলার মানচিত্র

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর বাঘায় পোস্ট অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অফিসের নিচতলায় রাখা গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। পুলিশ প্রশাসন হরতাল-অবরোধকারীরা ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা পোস্ট অফিসের নিচতলার দক্ষিণ দিকের জানালা ভেঙে কেরোসিন ঢেলে আগুন দেয়। এতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। আগুনের উত্তাপে ওই বিল্ডিংয়ের দোতলায় থাকা নাইট গার্ডরা দৌড়ে আসেন। তাদের চিৎকার ও চেচামেচিতে আশপাশের এলাকা থেকে লোকজন ছুটে এসে আগুন নেভান। আগুনে নিচতলায় রাখা দরকারি ফাইলপত্র ও ঘরে রাখা আসবাবপত্র পুড়ে গেছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পোস্টমাস্টার আবদুর রাজ্জাক। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বাদল চন্দ্র হালদার, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান ও আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ঘটনার স্থান পরিদর্শন করেছেন।

 

ওসি আমিনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে যুক্ত নাশকতাকারীদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

 

 

রাইজিংবিডি/রাজশাহী/২৩ মার্চ ২০১৫/তানজিমুল হক/রণজিৎ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়