হাছন রাজার স্মৃতিবিজড়িত বাড়ি
হাছন রাজার প্রকৃত নাম দেওয়ান হাছন রাজা চৌধুরী। মাত্র ১৫ বছর বয়সে জমিদারিত্ব পেয়েছিলেন। জানা যায়, অন্যান্য জমিদারদের মতোই তিনিও ছিলেন সামন্তপ্রভু। ৫০ বছর বয়স তথা মায়ের মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন সম্পদলিপ্সু, কামাতুর ও ভোগবাদী। হাছন রাজা চৌধুরীর জীবন পাল্টে দেয় দুটি ঘটনা—১৮৯৭ সালে আসাম অঞ্চলের ভূমিকম্প এবং তার মায়ের মৃত্যু।